আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম-হাটহাজারী আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম-হাটহাজারী

ছাত্রদের তথ্য পূরণ প্রসঙ্গে জরুরী এ’লান

প্রকাশিত: ১০:২৬ পিএম, ১৬ মে ২০২৩

ছাত্রদের তথ্য পূরণ প্রসঙ্গে জরুরী এ’লান

এতদ্বারা আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী'র সকল তালেবে ইলমের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, ১৪৪৪-৪৫ হি. মোতাবেক ২০২৩-২৪ খ্রি. শিক্ষাবর্ষের ভর্তি সম্পন্নকারী ছাত্রদের তথ্য পূরণের কার্যক্রম শুরু হয়েছে। তাই নিম্নোল্লেখিত লিংকে প্রত্যাশিত সকল তথ্য স্পষ্ট ও বিশুদ্ধভাবে নির্ধারিত তারিখের পূর্বে পূরণ করা আবশ্যক ।

ব্যক্তিগত সকল তথ্য হুবহু জাতীয় পরিচয়পত্র / জন্ম নিবন্ধন অনুযায়ী পূরণ করতে হবে। কোন ধরণের সংযোজন / বিয়োজন করা যাবে না।

প্রদানকৃত তথ্যই তালেবে ইলমদের বোর্ড পরীক্ষার নিবন্ধন, মাদরাসার সনদ, বেফাক ও হাইআতের সনদ, মাদরাসার আইডি কার্ড, আল-মুঈন (বার্ষিক স্মরণিকা), ছাত্র রেজিষ্টার, প্রত্যয়নপত্র সহ আরো অনেক জরুরী কাজে ব্যবহৃত হবে; বিধায় সর্বোচ্চ সতর্কতার সাথে জাতীয় পরিচয়পত্র / জন্ম নিবন্ধনের সাথে মিল রেখে এই তথ্যগুলো পূরণ করতে হবে।


এই ফরমের তথ্য পূরণ করতে দেরী হলে, মতবখ থেকে খানা, মাদ্রাসার পরিচয়পত্র, রেজিষ্টারে অন্তর্ভূক্তি ইত্যাদিতে বিলম্ব হবে। তাই নির্ধারিত তারিখের পূর্বে এই তথ্য পূরণ করতে হবে।

দাওরায়ে হাদীসের তথ্য পূরণ করতে এখানে ক্লিক করুন।

দাওরা ব্যতীত অন্য জামাতের তথ্য পূরণ করতে এখানে ক্লিক করুন।

ডাউনলোড

Facebook Twitter Youtube Whatsapp