আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম-হাটহাজারী আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম-হাটহাজারী

ভর্তি বিজ্ঞপ্তি - 2025

প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ১৩ মার্চ ২০২৫

জামিয়ার ভর্তি বিজ্ঞপ্তি

আগামী ৮ শাওয়াল, ১৪৪৬ হিজরী মুতাবেক ০৭ এপ্রিল ২০২৫ সোমবার হতে জামিয়ার সকল বিভাগ খোলা হবে। একই দিন থেকে নতুন ও পুরাতন ছাত্র ভর্তি কার্যক্রম শুরু হবে, ইনশাআল্লাহ । · ভর্তিচ্ছুক ছাত্রদের জ্ঞাতব্য

নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে জামিয়ায় ছাত্রদের ভর্তির অনুমতি দেওয়া হয়

আচার-আচরণ, চাল-চলন ও পোষাক-পরিচ্ছদ তালিবুল ইলমের মানসম্পন্ন হওয়া।

শরীয়াহ্ পরিপন্থি কোন কার্যকলাপে লিপ্ত না হওয়া ।

প্রচলিত রাজনীতি ও আইন-শৃঙ্খলা বিরোধী কার্যক্রমের সাথে কোনভাবেই সম্পৃক্ত না থাকা।

জামিয়ার ক্লাস ও ছাত্রাবাসসহ ক্যাম্পাসে ছাত্রদের মোবাইল ফোন ব্যবহার করা থেকে বিরত থাকা

নতুন ছাত্রদের জন্য বিশেষ নিয়ম

উল্লেখিত শর্ত ছাড়াও ভর্তিচ্ছুক নতুন ছাত্রদেরকে সাবেক শিক্ষা-প্রতিষ্ঠানের ছাড়পত্র অথবা জামিয়ার শুভাকাঙ্খী বা নির্ভরযোগ্য কোন আলেমের প্রত্যয়নপত্রের মূল কপি দরখাস্তের সাথে দাখিল করতে হবে ।

সাদাকা ফান্ড থেকে খোরাকী পাওয়ার উপযুক্ততা

* অবশ্যই গরীব, এতিম ও সাদাকা খাওয়ার উপযুক্ত হতে হবে। * ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ।

* শাওয়াল মাসের মধ্যে ভর্তি হতে হবে।

নতুন ছাত্রদের জন্য ভর্তি পরীক্ষার নিয়মাবলী:

* জামাতে 'ইয়াযদাহুম' হতে 'হেদায়াতুন্নাহু' জামাত পর্যন্ত ভর্তি পরীক্ষা মৌখিকভাবে হবে ।

* : 'কুদূরী' জামাত হতে 'দাওরায়ে হাদীস' পর্যন্ত ভর্তি পরীক্ষা লিখিত হবে।

* ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদনপত্র বিতরণ ৮ শাওয়াল, ১৪৪৬ হিজরী।

* আবেদনপত্র জমাদান ও ছবিযুক্ত প্রবেশপত্র বিতরণ ১ শাওয়াল, ১৪৪৬ হিজরী।

* লিখিত ভর্তি পরীক্ষার নির্ধারিত তারিখ ১৪ শাওয়াল, ১৪৪৬ হিজরী।

* ভর্তি পরীক্ষার তিন দিনের মধ্যে উত্তীর্ণ ছাত্রদের নাম প্রকাশ করে ভর্তি ফরম বিতরণ করা হবে।

* শুধুমাত্র ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্ররাই জামিয়ায় ভর্তির সুযোগ পাবে।

বিঃদ্রঃ জামিয়ার সাথে সংযুক্ত মাদ্রাসা সমূহ (مدارس ملحقة) হতে আগত ভর্তিচ্ছুক ছাত্রদের “জায়েযা” নেওয়ার পর ভর্তি কার্যক্রম পূর্বের নিয়মেই সম্পন্ন করা হবে ।


আরো বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

ডাউনলোড

Facebook Twitter Youtube Whatsapp